শিরোনাম
ফেনী, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার দাগনভূঁইয়া উপজেলায় আজ তারুণ্যের উৎসব উপলক্ষে বিশেষ বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার আতাতুর্ক মিজান মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
দাগনভূঁইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাহেদা আক্তারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও বাল্য বিবাহের উপর সেশন পরিচালনা করেন সহকারী পরিচালক (সিসি) ডা. শ্যামলী দাস ও দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল আফসার।
এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সাইফুল ইসলাম দাগনভূঞা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।