বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু ৭ অক্টোবর

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হবে ৭ অক্টোবর।

শেষ হবে ১৩ অক্টোবর। লিখিত পরীক্ষা সকাল ৯টায় শুরু হবে। ব্যাবহারিক পরীক্ষা ১৯ অক্টোবর  শুরু হয়ে চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। এ পরীক্ষা সকাল ৭টায় শুরু হবে।

আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৪-৫ দিন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (বসং.হঁ.ধপ.নফ) রোল ও প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্র প্রিন্ট করে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। ছবির ওপর অধ্যক্ষের স্বাক্ষর ও সিল দিয়ে বিতরণ করতে হবে। প্রবেশপত্রে কোন প্রকার ভুল থাকলে পরীক্ষা শুরুর আগে সংশোধন করে নিতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।

পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি ৭০০ টাকার মধ্যে ৬০০ টাকা পরীক্ষা শুরুর ২-৩ দিন আগে রোল বিবরণীর প্রিন্টসহ (এক কপি) কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্থান্তর করবেন অধ্যক্ষরা।