শিরোনাম
রেজাউল করিম মানিক
রংপুর, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): দীর্ঘদিন ধরে রংপুর সিটি কর্পোরেশনের (আরসিসি) ১০ হাজার সড়ক বাতি অকেজো হয়ে পড়ে আছে। মূল শহরে আলোর ঝলকানি থাকলেও আশেপাশের পাড়া ও মহল্লা অন্ধকারে নিমজ্জিত। এতে বাড়ছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। মেট্রোপলিটন পুলিশ জানায়, গত এক মাসে মেট্রোপলিটন এলাকায় ১১ টি ছিনতােইয়ের ঘটনা ঘটেছে। তাই নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই নতুন সড়কবাতি লাগাবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, রংপুর সিটি কর্পোরেশনের মূল শহরের চিত্র। জ্বলছে বাহারি রকমের সড়কবাতি। তবে বিপরীত চিত্র বিভিন্ন পাড়া মহল্লায়। অধিকাংশ সড়ক বাতি নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে অন্ধকারে নিমজ্জিত শহরের পাড়া ও মহল্লা। নগরীর তেত্রিশটি ওয়ার্ডের অধিকাংশ এলাকায় এ অবস্থা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, সড়ক বাতি নষ্ট থাকার সুযোগে বাড়ছে চুরি ছিনতাইয়ের মত ঘটনা। তারা শিগগিরই বাতিগুলো পুনঃস্থাপনের দাবি জানান।
নগরীর মুলাটোল এলাকার বাসিন্দা সেলিম সরকার বলেন, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সড়কের বাতি নষ্ট। রাস্তা দিয়ে চলাচলের সময় ভীতিকর অবস্থায় পড়তে হচ্ছে। একদিকে নিরাপত্তার ভয় আছে। অন্যদিকে ভাঙা রাস্তার কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।
তিনি জানান, শহরে নতুন করে টোকাইদের আনাগোনা বেড়েছে। তারা যেকোনো সময় হাত থেকে বাজারের ব্যাগ ও মোবাইল টেনে নিয়ে যায়।
আরসিসি’র ৩৩ নং ওয়ার্ডের বাসিন্দা চপল মিয়া বাসসকে বলেন, প্রতিদিন লাইটবিহীন রাস্তা দিয়ে চলাফেরা করি। এতবার বলার পরেও কেউ বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। তার উপর বেশ কিছু রাস্তা এখনও খানা খন্দে ভরা। সবকিছু মিলে খুব ভয় কাজ করে। লাইটগুলো দ্রুত মেরামতের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
রংপুর সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাসসকে বলেন, অনেক জায়গায় লাইটের সমস্যা দেখা দিয়েছে। স্টোরের মালামাল শেষ হওয়ায় লাইটগুলো মেরামত করা যাচ্ছে না। বিষয়টি দ্রুত সমাধানের জন্য কার্যাদেশ দেয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে অকেজো লাইটগুলো মেরামত করা সম্ভব হবে।
উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মারুফ আহমেদ বলেন, আমাদের শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল টিম প্রতিনিয়ত ডিউটি করে। এর পাশাপাশি যদি শহরব্যাপী পর্যাপ্ত আলো এবং সিসি ক্যামেরার ব্যবস্থা থাকে তা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে অপরাধীরাও অপরাধ করতে ভয় পায়। কিন্তু অন্ধকারাচ্ছন্ন জায়গা, কম আলো ও সিসি ক্যামেরা না থাকলে অপরাধীরা অপরাধীদের সাহস বেড়ে যায়।
জানা যায়, রংপুর মহানগরীতে ২০ হাজার সড়কবাতি রয়েছে। বর্তমানে এর অর্ধেকই অকেজো। সিটি কর্পোরেশনের অধিকাংশ এলাকায় সড়কবাতি অকেজো থাকায় বেড়েছে দুর্ঘটনা, চুরি ও ছিনতাই। তাই জনসাধারণের নিরাপত্তায় সড়কবাতি মেরামতে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা নগরবাসীর।