বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭

নারায়ণগঞ্জের সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদের বিএনপিতে যোগদান

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর হাতে ফুল তুলে দিয়ে মাসুদুজ্জামান মাসুদ দলে যোগদান করেন। ছবি: বাসস

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জের সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর হাতে ফুল তুলে দিয়ে গতকাল তিনি দলে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ছায়েদুল আলম বাবুল, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, জেলা যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগরের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি এবং মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।