শিরোনাম

পাবনা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)’র ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৪ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
পাবনার রত্নদ্বীপ রিসোর্টে গতকাল এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাকসুদুর রহমান সুমিত। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান মো. আরিফুর রহমান ও কাইয়ুম উল হাসান (কাউয়ুম)।
এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল হক জিহাদী, সাবেক আহ্বায়ক একরামুল হক লিমন, সাবেক সদস্য সচিব মীর সানজিদ প্রান্ত এবং আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মেহেদী হাসান মিলনসহ শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।