বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:২২

বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ এড়িয়ে চলার আহ্বান

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মালয়েশিয়া ও ইতালিতে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত মো. শামীম আহসান আজ বাংলাদেশি নাগরিকদের ইতালি বা অন্য কোনও দেশে অনিয়মিত বা বিপজ্জনক অভিবাসন পথ ব্যবহার করে তাদের জীবনের ঝুঁকি না নেয়ার আহ্বান জানিয়েছেন। 

নিরাপদ ও নিয়মিত অভিবাসনের উপর জোর দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে কোনও বাংলাদেশিরই এই ধরনের ঝুঁকিপূর্ণ পথ দিয়ে অভিবাসনের চেষ্টা করা উচিত নয়, তা সে ইতালিতে হোক বা অন্য কোনও দেশেই হোক।’ 

কুয়ালালামপুরে বাংলাদেশ মিশনের অফিসিয়াল পেজে শেয়ার করা একটি ভিডিও বার্তায় আহসান ইতালি ও মালয়েশিয়ায় বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত হিসেবে তার অভিজ্ঞতা তুলে ধরে এসব কথা বলেন।

তিনি বলেন, নিরাপদ অভিবাসন সকলের জন্য মর্যাদা, নিরাপত্তা এবং সুযোগ নিশ্চিত করে, একই সাথে শোষণ ও পাচার থেকে দুর্বল ব্যক্তিদের রক্ষা করে।

তিনি উল্লেখ করেন যে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কৌশলগত অংশীদারিত্ব এবং জনসাধারণের কাছে পৌঁছানোর মাধ্যমে নিরাপদ ও নিয়মিত অভিবাসন এগিয়ে নিতে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সাথে কাজ করছে।

মালয়েশিয়ায় আইওএম-এর সচেতনতামূলক উদ্যোগগুলি বাংলাদেশী অভিবাসীদের নির্ভরযোগ্য তথ্য প্রদানের জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা তাদের অভিবাসন যাত্রায় সচেতন এবং নিরাপদ সিদ্ধান্ত নিতে সক্ষম হয়।

এই যৌথ প্রচেষ্টার মাধ্যমে, আইওএম এবং মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন অভিবাসীদের পাচারকারীদের শিকার হওয়া থেকে রক্ষা রক্ষা করতে এবং বিদেশে বাংলাদেশের কর্মীরা মর্যাদা ও নিরাপত্তা বজায় রেখে সুযোগ অনুসরণ করতে সক্ষম হবে।