বাসস
  ২২ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৮

খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ

খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ। ছবি : বাসস

খুলনা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় জাতীয় মহিলা সংস্থা তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাতার চেক ও সনদপত্র বিতরণ করেছে।

খুলনা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে চেক বিতরণ করেন।

আজ সোমবার জাতীয় মহিলা সংস্থা খুলনা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রশিক্ষণার্থীদের ভাতার চেক ও সনদপত্র বিতরণ, উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব হয়।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার জেলা নির্বাহী অফিসার নূর মোহাম্মদ।

অনুষ্ঠানে সাতটি ট্রেডের (ইভেন্ট ম্যানেজমেন্ট, বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, বেবি কেয়ার, হাউজ কিপিং ও বিজনেস ম্যানেজমেন্ট) ৮৫০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৭৪ লাখ ১৭ হাজার টাকার প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়।