শিরোনাম
মেহেরপুর, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মেহেরপুরের মুজিবনগরে চাষিদের কাছে সার বিক্রি না করে গুদামজাত করায় এক সার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বিকেলে মুজিবনগরের দারিয়াপুর গ্রামের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক পলাশ মণ্ডল জানান, বিএডিসির ডিলার উমাইয়া কুলসুম চাষিদের কাছে সার বিক্রি না করে সরিয়ে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে ওয়াহেদ ট্রেডার্সে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ডিলারের মালিক উমাইয়া কুলসুম সত্যতা স্বীকার করলে ভোক্তা অধিকার আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মজুতকৃত সার জব্দ করে সরকারি মূল্যে চাষিদের কাছে বিক্রয় করা হয়।
এ সময় মুজিবনগর উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এবং পুলিশের একটি দল উপস্থিত ছিল।