বাসস
  ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৩

চসিকের বর্জ্য ব্যবস্থাপনায় নৌবাহিনীর ক্যাপ্টেন নিয়োগ 

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ নৌবাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

সেনাবাহিনীর কর্নেলের সমমান পদমর্যাদার এই নৌবাহিনী কর্মকর্তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। 

কমান্ডার থেকে নৌবাহিনীর ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পাওয়ার পরপরই ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীকে নতুন এই পদে নিয়োগ দেওয়া হয়।