শিরোনাম
সুনামগঞ্জ, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ভোরের প্রভাতেই শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের আওয়াজ ও চন্ডি পাঠে মুখর হয়ে উঠে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর রামকৃষ্ণ আশ্রম। দেবী দুর্গার আগমন ধ্বনি ছড়িয়ে পড়ে চারপাশে।দেবীপক্ষের সূচনায় আয়োজন করা হয় গীতিআলেখ্য, নৃত্যানুষ্ঠান ওকোরিওগ্রাফি।
রোববার মহালয়া উপলক্ষে এই ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করে সুনামগঞ্জ সনাতনী ঐক্য পরিষদ। আশ্রম প্রাঙ্গণে শিশু, কিশোর, তরুণ ও বয়স্ক সকলের সরব উপস্থিতি এবং মাতৃ বন্দনায় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় গীতিআলেখ্য ‘মহিষাসুরমর্দিনী’, এর পরিচালনায় ছিলেন দেবাশীষ তালুকদার শুভ্র। এর পরপরই ‘মধুকৈটভাদিদৈত্যদলনী’ শিরোনামে নৃত্য কোরিওগ্রাফি পরিবেশন করেন, সুজন চৌধুরী। ‘জাগো পুলক নিত্য নুপুরে জননী’ নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন, দেবপ্রিয়া পাল। গীতিনৃত্য ‘আদিশক্তি’র পরিচালনায় ছিলেন, সৌরভ অধিকারি এবং ‘মহামায়া’ শিরোনামের গীতিনৃত্য পরিবেশন করেন শ্রাবন্তী পুরকায়স্থ, অহনা এষ, মৌলি তালুকদার ও দৃষ্টি তালুকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সনাতনী ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. প্রসেনজিৎ দে পিনু, সহ সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ, কোষাধক্ষ সমীর কান্তি দে প্রমুখ।
এদিকে মহালয়া উদযাপন পরিষদের আয়োজনে বস্ত্র ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ সংস্কৃত কলেজের সার্বিক সহযোগিতায় কেন্দ্রীয় কালীবাড়ি নাট মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গৌরাঙ্গ চক্রবর্তী। এতে বক্তব্য দেন, শিক্ষাবিদ পরিমল কান্তিদে।
এ সময় উপস্থিত ছিলেন হিন্দু ধমীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক রবীন আচার্য্য, সংস্কৃত কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য বিদ্যাপতি রায়। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।