বাসস
  ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫২

নাটোরে চানাচুর উৎপাদককে জরিমানা

নাটোর, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নাটোরে বিএসটিআই লাইসেন্স না থাকায় এক চানাচুর উৎপাদককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার দুপুর বারোটায় জেলা প্রশাসন এবং বিএসটিআই পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুজ্জামান।

নাটোর সদর উপজেলার একডালা এলাকায় পরিচালিত অভিযানে শামীম চানাচুর ফ্যাক্টরির মালিক আসাদুল ইসলামকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, জরিমানার প্রদান করে অভিযুক্ত ব্যবসায়ী দায় থেকে অব্যাহতি লাভ করেন।

একইসঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে ফ্যাক্টরি সংস্কার করে লাইসেন্স গ্রহণ করার পরামর্শ প্রদান করা হয়।