বাসস
  ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৪

নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

আজ নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান। ছবি : বাসস

নীলফামারী, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় ৭০ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ।

আজ সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন।

এসময় জেলা প্রশাসক বলেন,‘আজকের মেধাবীরাই আগামী দিনের সম্পদ। শুধু ফলাফলে নয়, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে। জেলা পরিষদের এই উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। শিক্ষা খাতে সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে’।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত ৭০ শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের উদ্যোগে পাঁচ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।