বাসস
  ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৭

হবিগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ক্লাব মিলন মেলা 

হবিগঞ্জে বিজ্ঞান ক্লাব মিলন মেলা অনুষ্ঠিত। ছবি: বাসস

হবিগঞ্জ, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ক্লাব মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বেলা ১২টায় হবিগঞ্জ এসেড আয়োজিত স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

এসেডের প্রধান নির্বাহী পরিচালক জাফর ইকবাল চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি অমিত চক্রবর্তী।

এতে বক্তব্য দেন, বাংলাদেশ নেপাল চাইল্ড এইড নেটওয়ার্কের কান্ট্রি ম্যানেজার জেনিফার সায়দাল, আষেঢ়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলিমুল হাসান চৌধুরী, হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষার্থী জান্নাত আরা আনিকা, সাব্বির মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।