শিরোনাম
ফেনী, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ফেনী জেলা হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চট্টগ্রাম বিভাগীয় এবং ফেনী জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশীদ (ভিপি হারুন), বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।