বাসস
  ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩১
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামিকে গ্রেফতার করেছে এটিইউ

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি সাকিব ওরফে বাবুকে (২৩) গতকাল অভিযান চালিয়ে তেজগাঁও থেকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। সাকিব শরিয়তপুর জেলার জাজিরা থানার মজিবর মাদবরের ছেলে।

এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আসামি সাকিব ও তার সহযোগীরা ২০২০ সালের ২৫ জাজিরা থানার পূর্ব নাওডোবা হাজি কালাই মোড়লের কান্দি গ্রামের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাকিল মাদবরকে (১৫) অপহরণ করে তার পরিবার থেকে মুক্তিপণ দাবি করে। কিন্তু মুক্তিপণ না পেয়ে সাকিব ও তার সহযোগীরা ভিক্টিমকে হত্যা করে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে স্থানীয় নির্মাণাধীন রেল সেতুর পাশে পুঁতে রাখেন।

হত্যাকাণ্ডের পর সাকিব ও তার সহযোগীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের পর আদালত সাকিবকে মৃত্যুদণ্ড দেয়। তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আটক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর আসামি সাকিব গত বছরের ৬ আগস্ট কারাগার থেকে পালিয়ে যায়। গ্রেফতার এড়াতে আসামি দীর্ঘদিন যাবৎ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এটিইউ’র একটি চৌকস দল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার অধিযাচনপত্রের ভিত্তিতে, এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার তেজতুরি বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আসামিকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।