বাসস
  ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৮

শৃঙ্খলা দুর্বলতা নয়; আমাদের শক্তি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘শৃঙ্খলা কোন দুর্বলতা নয়; বরং সেটিই আমাদের শক্তি।’

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বক্তব্য শুক্রবার তুলে ধরা হয়।

তারেক রহমান বলেন, ‘ইতোমধ্যে নানা অভিযোগে ৭,০০০-এরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কঠিন হলেও এই পদক্ষেপ ছিল অপরিহার্য। শৃঙ্খলা কোন দুর্বলতা নয়; বরং সেটিই আমাদের শক্তি।’

তিনি বৃহস্পতিবার তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এসব তথ্য প্রকাশ করেন।