শিরোনাম
ঝালকাঠি, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় জেলা আইনজীবী সমিতির আয়োজনে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে এবং সমিতির প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বয়ান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ আয়োজন করা হয়।
সমিতির সভাপতি এ্যাডভোকেট মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নাসিমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মাহেব হোসেন, এ্যাডভোকেট হাফিজুর রহমান, এ্যাডভোকেট খান শহিদুল ইসলাম, এডিসনাল পাবলিক প্রসিকিউটার মো. আককাস সিকদার, সহকারী পাবলিক প্রসিকিউটর ফয়সাল খান, এ্যাডভোকেট মো. আরিফ হোসেন খানসহ সমিতির অন্যান্য সিনিয়র ও নবীন আইনজীবীরা।
কালেক্টরেট জামে মসজিদের খতিব হাফেজ মো. হাসান মাহামুদ দোয়া মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে বয়ান পেশ করেন। বয়ানে তিনি নবীজির দয়া, সহনশীলতা, মানবপ্রেম ও ত্যাগের আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। শেষে বিশেষ দোয়া মোনাজাতে সমিতির প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।