শিরোনাম
রাঙ্গামাটি, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকদের জন্য ‘ডি-নথি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।
কর্মশালায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মো. আবু তালেব, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (কিউ এ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব আরা।
এতে প্রশিক্ষক ছিলেন, এসপায়ার টু ইনোভেট (ধ২র) এর জুনিয়র কনসালটেন্ট মো. সাব্বির আহমেদ। তিনি ‘ডি-নথি’ সিস্টেমে আইডি খোলা থেকে নথি নম্বর প্রদান, উপস্থাপন ও অনুমোদনসহ দাপ্তরিক কাজে এর ব্যবহারবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণে রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের উন্নতির জন্য শিক্ষকবৃন্দকে শক্তভাবে মূল্যবোধ, নিয়ম ও শৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে। তিনি আরও বলেন, আগামী ২০২৬ সালের জুন মাসের মধ্যে আমাদেরকে চারটি ভবন (প্রশাসনিক, একাডেমিক, ছাত্র ও ছাত্রী হল) হস্তান্তর করা হলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরো গতিশীল হবে। তিনি শিক্ষকবৃন্দকে এই প্রশিক্ষণ থেকে সফট স্কিল- উপস্থাপনা দক্ষতা, ব্যবস্থাপনাগত দক্ষতা, নেতৃত্বের দক্ষতা রপ্ত করে একাডেমিক লিডার হওয়ার আহবান জানান।