শিরোনাম
মাগুরা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মাগুরায় ৪১ ও ৪৩তম বিসিএস ক্যাডারদের ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া কর্মকর্তাদের দলগত প্রতিবেদন উপস্থাপন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
একদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণার্থীদের কাজের মানোন্নয়ন, প্রশাসনিক নীতি, আইন বিশ্লেষণ, দক্ষতা অর্জন এবং কর্মক্ষেত্রে পারদর্শিতা বৃদ্ধির নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের বুনিয়াদি প্রশিক্ষণ মাঠপর্যায়ে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।