শিরোনাম
মাগুরা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মাগুরায় বিদেশে কর্মসংস্থান সৃষ্টি ও প্রবাসীদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা টিটিসি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিসি মাগুরার অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক মো. মিঠুন সরদার প্রমুখ।