শিরোনাম
টাঙ্গাইল, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের মধ্যে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) এর আয়োজনে এই আর্থিক সহায়তার এ চেক প্রদান করা হয়।
চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শরীফা হক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের হাতে ৯০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, বিআরটিএ টাঙ্গাইলের সহকারী পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ, উচ্চমান সহকারী কামরুল হোসেনসহ বিআরটিএ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।