শিরোনাম
মানিকগঞ্জ, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মানিকগঞ্জের সিংগাইরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় দোকান ও অটোরিকশা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
সমাজসেবা মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের অধীনে বুধবার উপজেলার ভূমদক্ষিণ বাজারে এ কার্যক্রম শুরু হয়েছে।
ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে অংশীজন সালেহা খাতুনের হাতে দোকানের চাবি হস্তান্তরের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধান অতিথি শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ভিক্ষাবৃত্তি একটি অসম্মানজনক পেশা এবং সমাজ এমনকি রাষ্ট্রও এটি পছন্দ করে না। এই অসম্মানজনক পেশা থেকে তাদের বের করে আনা কঠিন নয়। আমরা ভিক্ষাবৃত্তির মতো পেশার বিলুপ্তি চাই এবং তাদেরকে সমাজে স্বাবলম্বী ও সম্মানিত ব্যক্তি হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ড. মানোয়ার হোসেন মাল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রেভ) মোহাম্মদ আলী, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আব্দুল বাতেন, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহাগসহ সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।