বাসস
  ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৯

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ১৪টি গরু আটক

ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৪টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার ভোর রাতে জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাশতলা সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে জুমগাঁও এলাকা হতে মালিকবিহীন ১৪টি ভারতীয় গরু আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ১২ লাখ টাকা। 

২৮ বিজিবি পাঠানো প্রেসবিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।