শিরোনাম
ঝালকাঠি, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঝালকাঠিতে গাছ উপহার দেওয়ার ইভেন্ট ‘ক্যাপ্টেন প্ল্যানেট’ কর্মসূচির আওতায় শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় ঝালকাঠি শহরের কালেক্টরেট স্কুলের ক্যাম্পাসে গাছের চারাগুলো বিতরণ ও রোপণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুলের সভাপতি আশরাফুর রহমান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও স্কুলের প্রধান শিক্ষক (অতিরিক্ত দায়িত্ব) শাকিলা রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজিত কান্তি বসু, অ্যাডভোকেট আসম মাহমুদুর রহমান পারভেজ।
এই কর্মসূচির উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুল হক মনু বলেন, গাছ লাগানো ছদকায়ে জারিয়া, যতদিন বাঁচব বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাবো। পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে প্রতি বছরই গাছের চারা বিতরণ করি, এটা অব্যাহত থাকবে।
ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, গাছ শুধু পরিবেশ নয়, মানবজীবন রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।