শিরোনাম
চাঁদপুর, ১৭ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : জেলা শহরের প্রধান প্রধান খেলার মাঠগুলো দখলমুক্ত ও সংস্কার করার দাবি জানিয়েছেন চাঁদপুরবাসী।
আজ বুধবার দুপুরে এ দাবিতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজনৈতিক ফেলো ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বক্তারা শহরের খেলার মাঠগুলো অবিলম্বে পুনরুদ্ধার করে এর প্রয়োজনীয় সংস্কার ও সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনার দাবি জানান।
তারা বলেন, শহরের হাসান আলী স্কুল মাঠ, সরকারি কলেজ মাঠ এবং আউটার স্টেডিয়াম দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, দখল ও অযত্নে পড়ে আছে। ফলে এসব মাঠে খেলাধুলা কার্যত বন্ধ হয়ে গেছে। তরুণরা মাঠের অভাবে ক্রীড়া থেকে দূরে সরে গিয়ে মাদকাসক্ত ও অপরাধপ্রবণ হয়ে উঠছে। এ অবস্থা সমাজের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাঠগুলো দখলমুক্ত ও সংস্কার করা গেলে অন্তত পাঁচ হাজার তরুণকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে। এতে তারা সুস্থ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। এজন্য মাঠ ব্যবস্থাপনার জন্য একটি স্বচ্ছ ও কার্যকর কমিটি গঠনেরও দাবি জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, মাঠ রক্ষার আন্দোলনকে রাজনৈতিক দলগুলোর যৌথ উদ্যোগে পরিচালনা করা হচ্ছে। বিএনপি, গণঅধিকার পরিষদ ও যুবশক্তি (এনসিপি) জনগণের স্বার্থে একসঙ্গে এ কর্মসূচিতে অংশ নিচ্ছে। যা রাজনৈতিক ঐক্যের একটি ইতিবাচক দৃষ্টান্ত। তারা রাজনৈতিক মতভেদ ভুলে সামাজিক সংকট নিরসনে সকল দলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো ও গণঅধিকার পরিষদ, ছাত্রদল এবং যুবশক্তি (এনসিপি)-এর নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবশক্তি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান বিন্দু, সংগঠক আব্দুল্লাহ আল রেদোয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো সভাপতি মো. মনির চৌধুরী, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. মাহমুদুল হাসান, সাবেক আহ্বায়ক ছাত্রদল (চাঁদপুর পৌর) মো. মামুন খান, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদল সভাপতি জিসান আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সংবাদ সম্মেলনে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ধারার খেলাধুলায় ফিরিয়ে আনতে হলে মাঠ দখলমুক্ত ও সংস্কারের বিকল্প নেই। তারা এ বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।