বাসস
  ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২০

পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক

পটুয়াখালী, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে জেলার মহিপুরে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ আজ ১২ জেলেকে আটক করা হয়েছে। 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী কুয়াকাটা সংলগ্ন সাগর মোহনায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ঐ এলাকা থেকে দুইটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ পিস বেহুন্দী জাল জব্দ করা হয়। এ সময় ১২ জেলেকে আটক করা হয়। 

জব্দকৃত ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করে বোট, জাল ও আটককৃত জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।