শিরোনাম
খাগড়াছড়ি, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খাগড়াছড়িতে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)।
খাগড়াছড়ি সনাক’র ভারপ্রাপ্ত সভাপতি বেলা রানী দাশের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এ সময় পুলিশ সুপার আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী আরা বেগম, পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন উপস্থিত ছিলেন।
বক্তারা জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সম্পন্ন করার তাগাদা দেন। একইসঙ্গে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে সেবাদান প্রক্রিয়া সহজ করার প্রতি জোর দেন। কর্মশালায় খাগড়াছড়ির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও পেশাজীবীরা অংশ নেন।