বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ০০:২৩
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০০:৫৩

কারিগরির এইচএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের ডুপ্লিকেট রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের ভর্তিকৃত শিক্ষার্থীদের ডুপ্লিকেটজনিত রেজিস্ট্রেশন জটিলতা নিরসনে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল শিক্ষার্থীর পূর্ববর্তী বছরে ডুপ্লিকেট বা একাধিক ভর্তি রয়েছে, তাদের মূল রেজিস্ট্রেশন কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে তা বাতিল করতে হবে। অন্যথায় শিক্ষার্থীর বর্তমান ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে এ বিষয়ে আর কোনো সুযোগ দেয়া হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এছাড়া, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থীর ডুপ্লিকেট ভর্তি সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের মূল নম্বরপত্র প্রদর্শনপূর্বক আগামীকালের মধ্যে বোর্ডের নির্ধারিত শাখায় আবেদন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বোর্ডের ২নং ভবনের ৫ম তলায় রেজিস্ট্রেশন শাখায় যোগাযোগ করতে হবে। আর বোর্ডের ২নং ভবনের ৬০৩ নম্বর কক্ষে কারিকুলাম বিশেষজ্ঞের (বিএমটি) নিকট আবেদন জমা দিতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।