শিরোনাম
ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) প্রাথমিক ধারণা, গুরুত্ব, নিবন্ধন প্রক্রিয়া এবং ব্যবহার সংক্রান্ত বিষয়বস্তু অন্তর্ভূক্ত করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটার তালিকা ও এনআইডির গুরুত্ব বিষয়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির বিষয়ে লেখা সংগ্রহের জন্য ইতোমধ্যে উচ্চ পার্যায়ের একটি কমিটি গঠন করেছে ইসি। সম্প্রতি এই কমিটির কার্যক্রমের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে (ইসি)।
এ বিষয়ে কমিটির আহ্বায়ক ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক এস এম আসাদুজ্জামান আজ বাসস’কে বলেন, পাঠ্যপুস্তকে ভোটার তালিকা ও এনআইডি সংক্রান্ত বিষয়বস্তু অন্তর্ভূক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। এটা ক্রিয়েটিভ কাজ এবং নির্বাচনকালীন হওয়ায় ব্যস্ততা থাকার কারণে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় চাওয়া হয়েছে। এ বিষয়ে কনটেন্ট দিচ্ছি। এছাড়া সৃজনশীল লেখকদের লেখাও সংগ্রহ করা হবে বলে তিনি জানান।
সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হাবিবুব রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বিষয়ে লেখা সংগ্রহ, যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কমিটি লেখা আহবানসহ প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বৃদ্ধির অনুরোধ জানিয়েছেন। এ অবস্থায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হলো।’
এরআগে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বিষয়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির প্রস্তাব পাঠানোর লক্ষ্যে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন প্রক্রিয়ায় বলা হয়, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নাগরিকের মৌলিক অধিকার ও পরিচয়ের দলিল। জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেবা প্রাপ্তিতে এনআইডি অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। বর্তমান প্রজন্ম বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। এটি শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এজন্য প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্রের প্রাথমিক ধারণা, গুরুত্ব, নিবন্ধন প্রক্রিয়া এবং এর ব্যবহার সংক্রান্ত বিষয়বস্তু সংযুক্ত করা প্রয়োজন।
আলোচ্য বিষয়বস্তুর উপর গল্প, সংলাপ, নাটিকা, প্রবন্ধ, কবিতা, ছড়া ইত্যাদি পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করা হলে শিক্ষার্থীরা সহজেই বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে এবং বাস্তবজ্ঞান অর্জন করতে সক্ষম হবে।
কমিটিকে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বিষয়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির জন্য ইসি সচিবালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে লেখা আহবান এবং প্রয়োজনে বৃহত্তর পরিসরে লেখক, কবি, সাহিত্যিক, ছড়াকার ও গবেষকদের নিকট থেকে এ বিষয়ে লেখা আহবান করার দায়িত্ব প্রদান করা হয়।