বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৯

উদ্যোক্তা ময়নার মুনাফার অংশ যায় সমাজ কল্যাণে

উদ্যোক্তা ময়নার মুনাফার অংশ যায় সমাজ কল্যাণে- ছবি : বাসস

|| ফারাজী আহম্মদ রফিক বাবন ||

নাটোর, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নাটোরের উদ্যোক্তা ময়নার উৎপাদিত প্রাকৃতিক মধুসহ বিভিন্ন খাদ্য সারাদেশে সমাদৃত। সফল এই উদ্যোক্তার মুনাফার একটা অংশ যাচ্ছে সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজে। এতেই খুশি টগবগে যুবক হাফিজুর রহমান ময়না।

সফলতার এই গল্পের সূচনা হয়েছিল ২০২০ সালে করোনাকালীন সময়ে। ঢাকার গ্লোরি স্কুল এন্ড কলেজ এবং সাউথ পয়েন্টে কর্মরত ছিলেন ময়না। করেনাকালীন সময়ে অনলাইনে পণ্য ক্রয়-বিক্রয় জনপ্রিয় হয়ে উঠে। নাটোরের খেজুরের গুড় ঢাকাতে উৎপাদন খরচের দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে দেখে আশান্বিত হন ময়না। চাকরি ছেড়ে আড়াই লাখ টাকার ডিপিএস ভেঙে নেমে পড়েন ব্যবসায়। পাশে ছিলেন স্ত্রী মৌখাড়া আলীম মাদ্রাসার আরবি ভাষার প্রভাষক রমিসা খাতুন। 

সরেজমিনে দেখা যায়, নাটোরের আহমেদপুর বাসস্ট্যান্ড এলাকায় গড়ে তুলেছেন মধু সাম্রাজ্য। মধু প্রক্রিয়াকরণ কারখানায় প্রতিবছর সংগ্রহ করা হয় দেড়শ’ টন মধু। এখন এই অবেলায় আছে অন্তত ৮০ টন। আবাদী জমির অন্তত একশ’ খামার থেকে প্রতিবছর সংগ্রহ করা হয় চাষাবাদকৃত লিচু, সরিষা, ধনিয়া আর কালোজিরা ফুলের মধু। এসব মধু প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিক্রি হচ্ছে সারাদেশে। এই বিপণনের বেশিরভাগটাই অনলাইনে। পাইকারি ক্রেতাদের মধ্যে এপি ও একমি প্রায় ষাট শতাংশ মধু কেনে ময়নার কাছ থেকে।

শুধু মধু নয়, ময়নার উৎপাদনের তালিকায় আছে, ঘানি ভাঙানো সরিষার তেল, ঘি, বিভিন্ন গুড়া মসলা এবং চিয়াসিড, সজিনা পাতা, শিমুল, শতমূলসহ বিভিন্ন ভেষজ উপাদান। আর এই প্রতিষ্ঠানের বিশেষ উৎপাদন রেডি হারবাল মধু চা। ২৪টি ভেষজ উপাদানে প্রস্তুত এই চা ঠাণ্ডাজনিত রোগ প্রতিরোধে কার্যকরী বলে দাবি ময়নার।

ময়না জানান, আমার ‘ন্যাচারাল ফুডস প্রোডাক্ট’এর মধুসহ অন্যান্য উৎপাদিত ১৬টি পণ্য বিএসটিআই অনুমোদিত। এসব পণ্য রাজধানীর সাইন্স ল্যাবরেটরি থেকেও পরীক্ষিত। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির র্শিপ করপোরেশন (বিসিক) এবং এসএমই ফাউন্ডেশন থেকে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি।
ময়না নিজেই সফল হননি, এলাকার অসংখ্য তরুণকে পরামর্শ দিয়ে তাদেরকেও উদ্যোক্তা হতে সহযোগিতা করেছেন। 

নাটোরের কামারদহ এলাকার উদ্যোক্তা রবিউল ইসলাম বলেন, ময়না ভাইয়ের কাছ থেকে অনলাইন মার্কেটিং সম্পর্কে ধারণা পেয়ে এখন স্বচ্ছন্দে নাটোরের বিভিন্ন অর্গানিক পণ্যের ব্যবসা করছি। 

‘ময়না ভাইয়ের কাছ থেকে উদ্যোক্তা হওয়ার সাহস পেয়েছি, আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আর চাকরির পেছনে ছুটি না’ বললেন আহমেদপুর বালিয়া গ্রামের উদ্যোক্তা রাজিব হাসান।

ময়না জানান, আহমেদপুর বাসস্ট্যান্ড এলাকায় পাঁচ হাজার টাকা ভাড়ায় মাকেটপ্লেস ভাড়া নিয়ে সাজিয়েছেন ন্যাচারাল ফুডস প্রোডাক্ট। পাশেই বিশাল কারখানার মাসিক ভাড়া ৩০ হাজার টাকা। আর ঢাকার মিরপুরের পুরবীতে আকরাম টাওয়ারে মাসিক ৭০ হাজার ভাড়ায় গড়ে তুলেছেন বিক্রয় কেন্দ্র এবং প্যাকেজিং হাউজ। ময়নার এসব ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রতিদিন কাজ করছেন ৩২জন। বিনিয়োগ চার থেকে সাড়ে চার কোটি টাকা। প্রতিদিন বিভিন্ন পণ্যের গড় বিক্রি এক থেকে দেড় লাখ টাকা।

জানা গেছে, ময়নার পরিবারে ছিল তীব্র আর্থিক সংকট। ক্ষুদ্র ব্যবসায়ী বাবা জিন্নাত আলী’র পক্ষে ময়নাসহ দুই ছেলের পড়াশুনার ব্যয় বহন করা সম্ভব ছিল না। ময়না টিউশনি করেছেন, বাড়ির বাজার-হাটে গিয়ে ফল বিক্রি করেছেন, বিশ্ববিদ্যালয়ের ছুটিতে ঢাকাতে যেয়ে ফুটপাতে ফল বিক্রি করেছেন। এভাবেই সংগ্রাম করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন। তবে ময়নার আক্ষেপ ‘বিশ্বের প্রসিদ্ধ ধর্মসমূহের উপাসনা ও ইবাদত পদ্ধতি’ বিষয়ে এমফিল ভর্ত্তি হলেও গবেষণা কার্যক্রমটি শেষ করা হয়নি।

ব্যবসায়ের পাশাপাশি ময়নার নেশা পড়াশুনায়। তাই তার চেম্বার জুড়ে চোখে পড়ে অসংখ্য বই। আরও এক নেশায় আসক্ত ময়না। মানুষের কল্যাণে কাজ করা। গড়ে তুলেছেন ‘ময়না ভাই ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশন কাজ করছে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, রক্তদান, বৃক্ষরোপণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও শিক্ষা সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক অঙ্গনে। খেলাধুলার ঝোঁক থেকে খেলার মাঠেও রয়েছে তার সরব উপস্থিতি। 

ময়না’র প্রতিষ্ঠিত ‘ময়না ভাই স্পোটিং ক্লাব’ নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে সদ্য সমাপ্ত ফুটবল লীগের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে। ময়না বলেন, ব্যবসায়িক মুনাফার একটা অংশ নিয়মিত ব্যয় করতে চাই সমাজ কল্যাণমূলক কাজে- যার মাধ্যমে মহান আল্লাহ্র সৃষ্টির সেবা করার নির্দেশনার প্রতিপালন করা সম্ভব।

সৃজনশীল কার্যক্রমে নিয়োজিত ময়না ব্যবসায়ের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, ন্যাচারাল ফুডস প্রোডাক্টের পক্ষ থেকে পাঁচ আর দশ টাকায় মধুর মিনি প্যাক বাজারে আসবে অচিরেই। 

বিসিক নাটোর জেলা কার্যালয় থেকে রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে পদোন্নতি পেয়ে ব্যবস্থাপক পদে সদ্য বদলি হওয়া দিলরুবা দীপ্তি বলেন, ময়না মধুসহ অন্যান্য অর্গানিক পণ্য নিয়ে কাজ করে সফল হয়েছেন। নিঃসন্দেহে তিনি উদ্যোক্তাদের কাছে অনুসরণীয়।