শিরোনাম
ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার টাঙ্গুয়ার হাওরের গুরুত্ব তুলে ধরে বলেছেন, এই হাওরের জীববৈচিত্র্য ও মাছ রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে টাঙ্গুয়ার হাওরকে দায়িত্বশীল পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
আজ রাতে সুনামগঞ্জ সার্কিট হাউজে জেলার মৎস্য সম্পদ রক্ষায় করণীয় বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মৎস্য উপদেষ্টা বলেন, অবৈধ জালের আমদানি-রপ্তানি ও ব্যবহার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করলে হাওর ও নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার কমবে, ফলে মাছের বংশবৃদ্ধি বাড়বে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভয়াশ্রম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, হাওরে পলি অপসারণ, মাছ রক্ষায় নিষিদ্ধকাল ঘোষণা এবং অভয়াশ্রম সৃষ্টি করা গেলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। তবে এককভাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সমস্যার সমাধান করতে পারবে না। ভূমি, কৃষি, পানি ও পরিবেশ মন্ত্রণালয়সহ আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে এ সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, বিভাগীয় মৎস্য অফিসের পরিচালক মো. আসাদুল বাকী, জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিমসহ বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।