বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:০১

ঘাটাইলে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ছবি : বাসস

টাঙ্গাইল, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সভাপতি ভিপি নুরুল হক নুরসহ গণ অধিকার পরিষদের শতাধিক নেতা কর্মীর ওপর হামলাকারীদের বিচার ও জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলের ঘাটাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।  

আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক হয়ে  উপজেলা গেইটে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে কলেজ মোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অবিলম্বে জাতীয় পার্টি নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করার দাবি জানায় গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ। 

সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সহ-যুগ্ম সাধারণ সম্পাদক  সরকার  সোহেল রানা, সমন্বয়ক রাকিবুল ইসলাম রাকিব, ঘাটাইল উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন উজ্জ্বল, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ প্রমুখ।