বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫২

ময়মনসিংহে জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার সমাবেশ অনুষ্ঠিত

ছবি : বাসস

ময়মনসিংহ, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ময়মনসিংহে জামায়াতে ইসলামীর অমুসলিম (সনাতনধর্মী) শাখার উদ্যোগে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগরীর ছোটবাজারে জেলা জামায়াতের অমুসলিম শাখার আহ্বায়ক অ্যাডভোকেট দেবব্রত নাগের (ভুলু) সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সম্প্রদায়ের মানুষের আস্থার ঠিকানা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুসলিম, হিন্দু, বৌদ্ধসহ সব ধর্মের মানুষ পরস্পর ভাই-ভাই হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।

তিনি আরও বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। জামায়াতে ইসলামী এই অপচেষ্টা কখনোই সফল হতে দেবে না। ইসলাম ন্যায়, সত্য ও মর্যাদার ধর্ম।

ইসলামের আদর্শ অনুসরণ করলেই সমাজে প্রকৃত ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

গত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রধান অতিথি আরও বলেন, গত ১৫ বছরে আওয়াম লীগের ছত্রছায়ায় একটি মহল ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ লুটপাট করেছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার চক্রান্ত চালিয়েছে। কোনো অবস্থাতেই একজন মুসলিম হিন্দু ভাইয়ের প্রতি বিরূপ মনোভাব পোষণ করবে না, তেমনি একজন হিন্দু ভাইও মুসলিম ভাইয়ের প্রতি আস্থাশীল থাকবেন। আমরা কারো ষড়যন্ত্রে পা দেব না।

সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন সুজন, ময়মনসিংহ মহানগর জামায়াতের অমুসলিম শাখার যুগ্ম আহ্বায়ক উত্তম ভট্টাচার্য, জামায়াতে ইসলামী ময়মনসিংহ সদর অমুসলিম শাখার সেক্রেটারি খোকন বিশ্বাস। সমাবেশে শতাধিক অমুসলিম অংশ নেন।