বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৫

সুন্দরবনের জেলে পল্লীতে নিষিদ্ধ কাঁকড়া ধরার ১১৭টি চারু জব্দ

ছবি : বাসস

বাগেরহাট, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সুন্দরবনের জেলে পল্লীতে বনরক্ষীদের অভিযানে কাঁকড়া ধরার নিষিদ্ধ ১১৭ টি চারুসহ একটি নৌকা জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জেলে পল্লী, দুবলা ও শেলারচর টহল ফাঁড়ির স্টাফগণ বড় আম বাড়িয়া খাল এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় নিষিদ্ধ কাঁকড়া ধরার ১১৭টি চারুসহ একটি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত  নৌকা ও চারুগুলো শেলারচর টহল ফাঁড়ির অফিসে রয়েছে।

‎‎পুর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাট বনবিভাগীয় কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বাসস’কে জানান,  চারুগুলো শীঘ্রই পুড়িয়ে ধ্বংস করা হবে এবং তার দায়িত্বকালীন সময়ে সুন্দরবনের অভ্যন্তরে সব ধরনের চুরি-ডাকাতি, হরিণ শিকারসহ সকল অবৈধ কর্মকাণ্ড রোধকল্পে চলমান প্রক্রিয়া হিসেবে অভিযান অব্যাহত থাকবে।