বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৮

ঝিনাইদহে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

ঝিনাইদহ জেলায় আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাসস

ঝিনাইদহ, ৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলায় মহেশপুর উপজেলায় আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার আজমপুর ইউনিয়নের মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সংস্কৃতি বিষয়ক সহ-সম্পাদক ও জাসাস'র সাবেক সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান।

আজমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আবুল কাশেম সর্দার, উপজেলা বিএনপির উপদেষ্টা মহিউদ্দিন মহি, উপজেলা মৎসজীবী দলের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মুসা, ফতেপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ কবির হোসেন, ফতেপুর ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি লুৎফর রহমান প্রমুখ।

সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।