শিরোনাম
ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার কুমিল্লা সদরে এই কেন্দ্র উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো এবং ফলক উন্মোচনের মাধ্যমে নতুন এ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়।
জাতীয় বিশ্ববদ্যিালয়ের কাজে গতিশীলতা নিয়ে আসা এবং অধিভুক্ত কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ কমিয়ে আনার জন্য দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে এ কার্যক্রম বাস্তবায়নে কয়েকটি জেলায় আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র কুমিল্লা। কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র থেকে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনী জেলার কলেজসমূহের কার্যক্রম পরিচালনা করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের মানবসম্পদে রূপান্তর করতে জাতীয় বিশ্ববিদ্যালয় নিরলস কাজ করে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এর আলোকে অনার্সসহ বিভিন্ন কোর্সের সিলেবাস সংস্কার, তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’
ড. আমানুল্লাহ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এজন্য পাঠ্যক্রমে ইংরেজি এবং আইসিটি বিষয় দু’টি বাধ্যতামূলক করা হয়েছে।’
তিনি বলেন, ‘অধিভুক্ত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীর সার্বিক উন্নয়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় সবরকম সহযোগিতা করবে। এক বছরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজিব আল মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নাজিম উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম।
আলোচনা সভায় কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনী জেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ১৮২টি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।