শিরোনাম
নরসিংদী, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার মনোহরদী উপজেলায় এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে বিএনপি।
দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মনোহরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গতকাল এ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
এতে স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মী, জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।