শিরোনাম
চট্টগ্রাম (দক্ষিণ), ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান অভিযান পরিচালনা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান বলেন, অভিযান চালিয়ে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের পর জব্দ করা কারেন্ট জাল উপস্থিত জনতার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযান পরিচালনায় সহযোগিতা করে থানা পুলিশের একটি টিম।