বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৫

নাটোরে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

নাটোর, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বাগাতিপাড়ায় বেশি দামে সার বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করে এ জরিমানা আরোপ করেন, ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন।

স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে আজ বেলা সাড়ে ১২টার দিকে কৃষি বিভাগ এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহযোগে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযোগের সত্যতা পাওয়ায় মালঞ্চি বাজার এলাকায় গারোদিয়া এন্ড সন্সের মালিক সুভাশীষ গারোদিয়াকে ১০ হাজার টাকা এবং বিহারকোল এলাকায় মেসার্স তুলসী ট্রেডার্সের মালিক শ্যাম সুন্দর মোরকে সাত হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

অভিযানকালে উপজেলা কৃষি অফিসার ড. ভবসিন্ধু রায় উপস্থিত ছিলেন।