বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১২

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্ত

ছবি : বাসস

নওগাঁ, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ডাকবাংলা মাঠ সংলগ্ন আত্রাই নদীতে বিভিন্ন প্রজাতির একশ ৮ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

দলীয় কর্মকান্ডের অংশ হিসেবে কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল নিজ উদ্যোগে জেলার মহাদেবপুরে ব্যতিক্রমধর্মী ও পরিবেশবান্ধব এ কর্মসূচি পালন করেন। 

এ সময় জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দলীয় নেতাকর্মীরা মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন। 

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবারই সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়। তারই অংশ হিসেবে এবারের আয়োজন ছিলো পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত। আত্রাই নদীর পরিবেশ রক্ষা ও মৎস্যসম্পদ পুনরুদ্ধারে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।