বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে ক্লাস-পরীক্ষা শুরু

চট্টগ্রাম, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী রোববার থেকে ক্লাস, পরীক্ষা, সকল ধরনের একাডেমিক কার্যক্রম ও পরিবহণ যথারীতি স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলামের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম ও পরিবহণ যথারীতি স্বাভাবিক নিয়মে চলবে।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘প্রশাসনের সকল স্টেকহোল্ডারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা যেন সেশনজটে না পড়ে সেজন্য ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে গত ৩১ আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের পরীক্ষা ৪ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় প্রশাসনের এক বৈঠকে রোববার থেকে স্বাভাবিক কার্যক্রম চালুর আশ্বাস দেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

শিক্ষার্থীরা জানান, সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে নিরাপদ মনে করছেন না। অনেকে ইতোমধ্যে বাড়ি চলে গেছেন। সংঘর্ষের ঘটনাস্থল ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় বসবাসরত শিক্ষার্থীরা এখনো হলে ফিরতে না পেরে অন্যত্র অবস্থান করছেন।