বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৮

ঠাকুরগাঁওয়ে শব্দদূষণ বিরোধী অভিযান

ঠাকুরগাঁও, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ঠাকুরগাঁওয়ে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।  

পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয় ও জেলা প্রশাসন আজ বৃহস্পতিবার এ অভিযান চালায়। সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। 

পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা না মেনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ১টি বাস ও ২টি ট্রাকচালককে জরিমানা করা হয়। এ সময় ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান। আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা সার্বিক সহায়তা করেন। এ সময় শব্দদূষণের নেতিবাচক প্রভাব সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একইসঙ্গে বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহনে এ সংক্রান্ত স্টিকার লাগানো হয়।