শিরোনাম
গাজীপুর, ৪ সেপ্টেম্বর,২০২৫ (বাসস) : জেলায় পরিত্যক্ত একটি ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো, জামালপুর জেলার আজাদের ছেলে ইয়ানুর (২) এবং টাঙ্গাইল জেলার আমির হোসেনের ছেলে হাবিব (২)। উভয় শিশুর পরিবার কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়া এলাকার আফসার হাজির বাড়িতে ভাড়া থাকেন।
কোনাবাড়ী থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শিশু ইয়ানুর এবং হাবিব গতকাল বিকেলে একসঙ্গে খেলাধুলা করছিল। খেলতে খেলতে হঠাৎ করে তারা বাড়ির পেছনে চলে যায়। তাদের দুজনকে বাড়ির সামনে না দেখে সবাই তাদের খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পেছনের পরিত্যক্ত একটি ডোবায় তাদের ভাসমান অবস্থায় দেখতে পায়।
পরে আশেপাশের লোকজনের তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা রাতে ওই শিশুদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যান।