শিরোনাম
রংপুর, ৪ সেপ্টেম্বর, ২৫ (বাসস): রংপুর মহানগর মহিলা শ্রমিক লীগের ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি শুকতারা বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যাচেষ্টার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। শুকতারা বেগম রংপুরের আব্দুল খালেকের স্ত্রী।
বুধবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান তাকে সি-ডব্লিউ মূলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে আগামী ১৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন ও হাজিরার দিন ধার্য করেন।
তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ রমজান আলীর দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি শুকতারা বেগম। তিনি রংপুর নগরীর শালবন বোতলা ক্লাব মোড় এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি আতাউর রহমান জানান, শুকতারা বেগম বৈষম্যবিরোধী ছাত্র হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি। তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।