বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪

মুন্সীগঞ্জে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদক ও নগদ টাকাসহ কারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার টেংগারচর গ্রামের আনোয়ার হোসেন (৪৫) ও তার স্ত্রী নাছিমা খাতুন (৩৮)। 

বুধবার সেনাহিনী প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর গজারিয়া সেনা ক্যাম্পের একটি টহল দল টেংগারচর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারি আনোয়ার হোসেন ও তার স্ত্রী নাছিমা খাতুনকে ইয়াবা, গাজাঁ এবং মাদক বিক্রির নগদ ১ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়। 

আরও বলা হয়, আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদক আইনে কয়েকটি মামলা রয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ জানান, গ্রেপ্তার আনোয়ার হোসেন ও তার স্ত্রী নাছিমা খাতুনের বিরুদ্ধে মাদক আইনে আরও একটি মামলা করা হয়েছে।