শিরোনাম
সাতক্ষীরা, ৪ আগস্ট ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার পাটকেলঘাটায় বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পাটকেলঘাটা পাঁচরাস্তার মোড়ে বুধবার বিকেলে এসব কর্মসূচি পালিত হয়। তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা ও স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, পাটকেলঘাটার উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। বিএনপি ক্ষমতায় থাকাকালে পাটকেলঘাটা থানা হয়েছে। রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবক্ষেত্রে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে পাটকেলঘাটাকে উপজেলা করা হবে।
এর আগে পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বিশাল আনন্দ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।