বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪

করতোয়ায় গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

গাইবান্ধা, ৪ সেপ্টেম্বর (বাসস): করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রংপুর থেকে আসা একটি ডুবুরিদল গতকাল সন্ধ্যা ৬ টার দিকে তার মরদেহ উদ্ধার করে।  

নিহত স্কুলছাত্র আবির হোসেন আপেল (১২)  জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোগদাহো কলোনির জাহাঙ্গীর আলমের পুত্র। 

স্থানীয় বাসিন্দারা জানান, স্কুলছাত্র আবির হোসেন আপেল গতকাল বুধবার বিকেলে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকায় করতোয়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে সে নদীর পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয়ে যায়। তার সাথের বন্ধুরা উদ্বিগ্ন হয়ে নদীতে তাকে খুঁজতে শুরু করে। খুঁজে না পেয়ে স্থানীয়দের বিষয়টি জানালে তারাও  ছেলেটিকে খুঁজতে শুরু করে। না পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।  

পরে রংপুর থেকে আসা একটি ডুবুরি দল অনুসন্ধান চালিয়ে গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে নদী থেকে  ছেলেটির মরদেহ খুঁজে পায়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আতিকুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।