বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯

ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন 

আজ ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন । ছবি : বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে টেলিভিশন সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যলয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। 

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (বিটিজেএ) সভাপতি আল-আমিন শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক মো. সিফাত ভূইঁয়া ও জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস প্রমুখ। 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম প্রশিক্ষার্থী টেলিভিশন সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন। 

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে টেলিভিশন সাংবাদিকদের জন্য আয়োজিত দুইদিন ব্যাপী এ কর্মশালায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মোট ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।