বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৬

নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একব্যক্তি নিহত 

নারায়ণগঞ্জ, ৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার রূপগঞ্জ উপজেলায় আজ ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় পিষ্ট হয়ে কবির উদ্দিন (৫৫) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে রূপগঞ্জের আউখাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের রবিন ট্যাক্স গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কবির উদ্দিন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ফতেপুর গ্রামের মৃত তোয়াব মোল্লার ছেলে। তিনি রবিন ট্যাক্স নামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় জানায়, রূপগঞ্জের আউখাব এলাকায় রবিন টেক্সটাইল সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী বেপরোয়া গতির একটি ট্রাক কবির উদ্দিনকে ধাক্কা দিলে তিনি ছিঁটকে খাদে পড়ে যান। গুরুতর অবস্থায় স্থানীয়রা কবির উদ্দিনকে উদ্ধার করে ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।