বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৫

সুনামগঞ্জে ‘জুলাই’ শহীদের স্মরণে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আজ বুধবার সুনামগঞ্জে ‘জুলাই’ শহীদের স্মরণে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছবি : বাসস

সুনামগঞ্জ, ৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার জামালগঞ্জ উপজেলায় আজ ‘জুলাই’ শহীদের স্মরণে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার জামালগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে সকল জুলাই সহযোদ্ধাদের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচীর আয়োজন করা হয়। 

রচনা প্রতিযোগিতায় (ক- গ্রুপ) ‘স্মৃতিচারণ’ এ অংশ নেয় ১ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা। রচনা (খ- গ্রুপ) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এ অংশ নেয় ৯ম শ্রেণি থেকে অনার্স ও ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীরা। এছাড়াও উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘জুলাই বিপ্লব ২৪’ অনুষ্ঠিত হয়। এরপর কুইজ প্রতিযোগিতা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আবু সাঈদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সুজিত রঞ্জন দে, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, জুলাই সংগঠক হাসান আল মাসুম, সাংবাদিক আব্দুস সামাদ আফিন্দী, ছাদিকুর রহমান প্রমুখ। 

এছাড়াও আয়োজক কমিটির সদস্য ফজলে রাব্বি, আনিসুল ইসলাম, রাতুল হাসান, সোহাগ নুর প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।